Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জয়া রামের মন্দির
স্থান
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় ১নং জোয়াড়ী ইউনিয়নে জোয়াড়ী নামক গ্রামে।
কিভাবে যাওয়া যায়
যে কোন জায়গা থেকে আহমেদপুর নেমে জোয়াড়ী গ্রামে যেতে হবে।
বিস্তারিত

 

জয়া রামের মন্দিরের ইতিকথা

 

১ম বিশ্বযুদ্ধের প্রায় দুইদশক পূর্বে অর্থাৎ ঊনিশ শতাব্দীর প্রায় দশ বছর আগে তৎকালীন বৃটিশ শাসনামলের সময় রাজশাহী সাব ডিভিশনের অমর্ত্মগত নাটোর নামক মহাকুমার বড়াইগ্রাম নামের উপআঞ্চলিক এলাকায় নাটোরে ‘‘দিঘাপতিয়া রাজার’’ আপন সহদর রাজা দয়ারাম রায় এবং জয়রাম রায় যথা ক্রমে দয়ারামপুরে দয়রাম রায় এবং বড়াইগ্রামের পাশে ‘‘জয়রাম রায়’’ ঔপনিবেশিক শাসন এবং সার্ম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ইতিহাস থেকে জানা যায় যে, ‘‘রাজা জয়রাম রায় এর একমাত্র কন্যার নাম শ্রীমতি জয়ারানী রায় ছিলো বলে অত্র এলাকায় নাম পরবর্তীতে জোয়াড়ী নামে অবহীত করা হয়।

 

 

জোয়াড়ী বিশি বাড়ীঃ-   

উপমহাদেশের প্রথিতযশা সাহিত্যিক প্রমথ নাথ বিশি জন্মে ছিলেন উপজেলার জোয়াড়ী গ্রামে। তার স্মৃতিধন্য বিশি বাড়ী  আজও দৃশ্যমান