১।অদ্য বাদী হাজির,বিবাদীদ্বয় গত হাজির বাদীর দাবির প্রেক্ষীতে কাগজ পত্রাদি পর্যালচনা করা হইল।তাহাতে দেখা যায়যে, বাদি তাহার মাতার নিকট হইতে-১৯০৯৩/১৯৮৩নং দলিল মুল্যে প্রপ্ত হইয়া খাজনা খারিজ করিয়াছে দেখা যায়।বিবাদীদ্বয়ের মধ্যে ১নং বিবাদী ইতিপর্বে হাজির ছিল কিন্তু কোন কাগজ পত্রাদি দাখিল করে নাই।বিষয়টি সেহেতু গ্রাম আদালত বহিভূর্ত, দ্বিতীয় বাদীকে তার স্বার্থ উদ্ধারের জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষের শরনা পন্ন হওয়ার জন্য পরামর্শ দেওয়া হইল।মোকর্দ্দমা নথীজাত করা হইল।
২।অদ্য বাদী-বিবাদী হাজির উভয় পক্ষের বাচনীক শুনা হইল এবং স্বাক্ষী প্রমান গ্রহন করা হইল।উপস্থিত গন্যমান্য ব্যাক্তি বর্গের মতামত গ্রহন করা হইল ।তাহাতে দেখা যে, বিবাদীর (মোঃ আমজাদ) কলহের সুত্রপাত ঘটে।এছাড়া সার্বিক বিবেচনায় বাদীর আরজী সম্পূর্ন সত্য বলিয়া প্রতিয়মান হয়।আগামী ০৮/১০/২০১২ ইং তারিখের মধ্যে তার বাড়িতে (বিবাদী বাড়িতে) আলাদা ঘর নির্মানকরিয়া স্ত্রী সীমা খাতুন কে ভরন পোষন দেওয়ার জন্য বলা্ হইল।মোকদ্দমা নথী জাত করা হইল।
৩।অদ্য বাদি বিবাদী হাজির উভয় পক্ষের প্রতিনিধি গন হাজির।পক্ষ্যদ্বয়ের বাচনিক শোনা হইল। এবং প্রতিনিধিদের বক্তব্য সহ উপস্থিত গন্যমান্যদের মতামত এবং স্বাক্ষীপ্রমান গ্রহন করা হইল। সার্বিক পর্যালচনা আন্তে ১নং বিবাদী মোঃ আক্কাছ আলী পিং-মোঃচান্দু মন্ডল সাং- আহমেদপুর,বড়াইগ্রাম, নাটোরকে বাদীর চাষকৃত মাছ ধরার ক্ষতিপুরন বাবদ-২৫,০০০-/(পচিশ হাজার) টাকা আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে বাদীকে প্রদানের জন্য বলা হইল।মোকদ্দমা নথীজাত করা হইল।
চাদ মাহমুদ
চেয়ারম্যান
১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদ
বড়াইগ্রাম,নাটোর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস