Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
নন্দকূজা নদীতে আহমেদপুর ব্রীজ
Details

ঢাকা রাজশাহী মহাসড়কে জোয়াড়ী ইউনিয়নের আহমেদপুর গ্রামে নন্দকূজা নদীতে অবস্থিত ব্রীজ
 

স্বাধীনতার পূর্বে এখানে একটি ব্রীজ নির্মিত হয়। সেই ব্রীজটি ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে বর্তমানে এই ব্রীজটি নির্মান করা হয়। এই ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন( যেমন: বাস,ট্রাক, লরি, মাইক্রোবাস,জীপ,মোটরসাইকেল,সাইকেল,ভ্যান গাড়ীসহ বিভিন্ন প্রকার যানবাহন) যাতায়াত করে। বগুড়া,রংপুর,পঞ্চগড়,নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জসহ বাংলাদেশের সকল জেলার যানবাহন এই ব্রীজ দিয়ে পারাপার করে। এই ব্রীজকে উত্তর বঙ্গের প্রবেশদার বলা হয়।